চশমা পরী
জামান
আহম্মেদ ইমন
চশমা পরী চশমা পরী
তোমার হাতে ঘড়ি,
চোখ রাখিলে তোমার
চোখে
লাজে যায়রে মরি।
চশমা পরী চশমা পরী
তোমার দুটি ডানা,
ছুঁইতে গেলে তোমায়
আমি
আমায় করো মানা।
চশমা পরী চশমা পরী
রাতের বেলা আসো,
আযান হলে দূর থেকেই
চুপটি করে হাসো।
চশমা পরী চশমা পরী
চাঁদের হাটে যাও,
নদীর তীর ভীড় জমিয়ে
কেমন সুখ পাও।
চশমা পরী চশমা পরী
নীল আকাশ তুমি,
দেখলে তোমায় ভালো
লাগে
আমার নব ভূমি।
Tags:
হৈমন্তিক সংখ্যা - কবিতা