মধুর দিনগুলো

মধুর দিনগুলো

নিলুফার জাহান

 

মিষ্টি মধুর দিন যে ছিলো

আমার শিশু কালে

হরেক রকম স্বপ্ন ভাসে

কৃষ্ণচূড়ার লালে।

খেলার মাঝে সময় কাটতো

অনেক জনে মিলে

কত খুশি লাগতো মনে

খেলতে মাঠে বিলে।

কানা মাছি গোল্লা ছুট আর

রুমাল ছোঁয়া খেলা

খেলতে গিয়ে কেটে যেতো

আমার কত বেলা ।

ঝগড়া হতো অনেক সময়

আবার যেতাম ভুলে

মালা গেঁথে গলায় দিতাম

ঝরা শিউলি ফুলে।

গাছের ডালে উঠে বসেই

পেয়ারা খাই ছিঁড়ে

মায়ের বকা শুনতে হতো

ফিরি যখন নীড়ে।

নাটাই হাতে আকাশ পানে

ওড়াই কত ঘুড়ি

ইচ্ছে ঘুড়ি ঘুড়ির সাথে

করতো উড়াউড়ি।

 

Post a Comment

Previous Post Next Post