প্রকৃত দেশ প্রেমিক
মুহাম্মদ ফারহান ইসলাম নীল
প্রকৃত দেশ প্রেমিক খুঁজে পাই না আমাদের শহরটা জুড়ে ৷
আমরা যাদের দেশ প্রেমিক বলি তারাই খাচ্ছে দেশটাকে লুট করে ৷
প্রকৃত দেশ প্রেমিক ঐ মানুষগুলো যারা কৃষিকাজ করে ৷
আমাদের মুখের খাবার জোগাতে রৌদ্র , বৃষ্টিতে লাঙ্গল ধরে ৷
আমরা তাদের চাষা বলে কতই না করি উপহাস ৷
আমাদের অনাহারে থাকতে হতো ওরা না করলে ফসলের চাষ ৷
আমাদের তরে দিন রাত ওরা হাড় ভাঙ্গা পরিশ্রম করে ৷
খুব যতনে ফসল ফলিয়ে তুলে আনে ঘরে ৷
আমরা মজা করে খাই তাদের ফলানো চালের ভাত ৷
আমরা ইচ্ছা করেই চাষা বলে তাদের দেই অপবাদ ৷
অশিক্ষিত মানুষগুলো দেশের জন্য কাঁদে ৷
সোনালী ফসল ফলানোর জন্য ক্ষেতেই ঘর বাঁধে ৷
দেশের মানুষের জন্য কৃষকরা ঝরায় দেহের ঘাম ৷
আমরা হয়েছি শিক্ষিত পাপী দেইনা তাদের দাম ৷
কৃষকের কলিজা কামড়ে খাচ্ছি আমরা রোজ রোজ ৷
কৃষকের বিপদের সময় আমরা নেই না তাদের খোঁজ ৷
অশিক্ষিত ঐ মানুষগুলো এই দেশটাকে ভালোবাসে ৷
অভাব , অনটনের মাঝেও ওরা মন খুলে হাসে ৷
আমরা তাদের সম্মান করি না চাষা বলে ডাকি ৷
অথচ আমরা তাদের ফসল খেয়ে দুনিয়াতে বেঁচে থাকি ৷
ভালো থাকুক আমাদের দেশের সকল কৃষক ভাই , চাচা ৷
তাদের কষ্টে ফলানো ফসল খেয়ে আমাদের হয় বাঁচা ৷
জয় হোক প্রকৃত দেশ প্রেমিকের যারা কৃষিকাজ করে ৷
সুখের প্রদীপ জ্বলে উঠুক বাংলার প্রতিটি কৃষকের ঘরে ৷