শিশিরভেজা ভোরে চুপিসারে
ডা.শামস
রহমান
এ ভুবনে শুধু উষ্ণতা
ছড়ায়,ভরা থাক বিটপীর সহিষ্ণুতা খরতাপে
গ্রীষ্মের তাপদাহ
দিও সবটুকু আমায়,তুমি থেকো অসীম ছায়াপথে,
সূর্যকে আড়ালে রেখো
যতনে,দিওনা আঁচটুকু কপোল অধরে
ঝিকমিক জলে হীরের
টুকরো ঊষালগ্নে জ্বলে উঠে সরোবরে,
বৃষ্টিস্নাত হতে
ভালোবাসো,সারাক্ষণ মেঘস্বরে রবো জড়িয়ে
ঝরো ঝরো বাদলের নিসঙ্গ
প্রহরে,হৃদয় ভরবে সাথে নিয়ে।
জ্যোৎস্নার সাথে
করে যাব খেলা,জড়িয়ে থাকব অঙ্গে অধরে
চাঁদ হয়ে ফুটবে গগনে,চকোর
চকোরীরা খেলবে অম্বরে,
শ্রাবণের ধারা ঝরবে
অঝোরে,ছুঁয়ে যাবে তোমার কপোল কুন্তলে
আষাঢ়ী চোখে বয়ে
যাবে ধারা,কাছে না আসলে না ডাকলে
নীলিমার নীলে ভাসব
দু’জনা মিলে,মেঘবালিকা হয়ে সাথে
কাশফুল প্রান্তর
ভরে দেবে অন্তর,দু'হাতে ছুঁয়ে দিও খুশীতে মেতে।
শিশিরভেজা ভোরে বলে
যাব চুপিসারে, তুমি প্রকৃতির কন্যা
শস্যের তৃপ্তির বিরতির
ঋতু হেমন্ত,প্রেম কাম সৃষ্টিতে অন্যন্যা,
শিশিরের শব্দ ধূসর
কুয়াশায় মিশে,ফুটে উঠবে মেঠো জ্যোৎস্নায়
অধর ওষ্ঠের ছোঁয়ায়
বলে ঋতুকন্যার মন,ভরা থাক খুশীর বন্যায়,
দূরের পাখিরা গেয়ে
যাবে গান,গড়ে নীড় হৃদয়ের চারকোণায়
মর্মর কল্লোলে চঞ্চল
ডানা মেলে,পাখির গুঞ্জণে মুখর আনাগোনায়,
ফাগুনের সুরে সুরে
বাঁধে প্রাণ মুঞ্জরে, যত ফুল আছে সে কাননে
কুঞ্জবীথিকায় প্রাণ
ভরে সখী,মিশে যাব ভ্রমরের আলাপনে।