আমাকে জানুন


        এই বিশ্ব জগতের জ্ঞানের পাঠশালায় আমি একজন পিছুনের সারির ছাত্র মাত্র । আমি অসাধরণ বা সুপণ্ডিত, কোনটাই নই । কেবলমাত্র আপনাদের স্নেহ-ভালোবাসা ও শ্রদ্ধা ছাড়া আমার গর্ব করার মতো কিছুই নেই । আমার জন্ম গ্রামের সাধারণ পরিবারে । তাই গ্রামের ধুলোবালি আর কাদার নিবিড় সংস্পর্শেই আমি বড় হয়েছি । ছোট বেলা থেকেই একি সঙ্গে রাজনীতি আর ধর্মের ছত্র ছায়ায় আমার বেড়ে উঠা । আমাকে মাঠে আর বাগানে পড়াশুনা করতে ভাল লাগত (এখনো ইচ্ছে জাগে; তবে সময় হয় না) । ছোট বেলা থেকেই কবিতা লেখার শখ । দশম শ্রেণীতে পড়ার সময় প্রথম কবিতা প্রকাশ । তারপর জীবনের নানান ঘাত প্রতিঘাতে অনেকবার লেখালেখি বন্ধ হয়েছে আবার শুরুও হয়েছে । কবিতার পাশাপাশি গল্প, প্রবন্ধ উপন্যাসও লিখি । আমি জানিনা কেমন লিখি, তবুও লিখি । বর্তমানে আরো যারা লিখেন তাদের সকলকে নিয়ে এক সঙ্গে চলার জন্যই আমার এই খুদ্র প্রচেষ্টা -- আমার এই ওয়েব পেজ ।       

Post a Comment

Previous Post Next Post