প্রণব বন্দনা

 

প্রণব বন্দনা

নিহার বিন্দু বিশ্বাস

 


(সনেট,শেক্সপিয়ারীয়রীতি

কখকখ,গঘগঘ,ঙচঙচ,ছছ)

 

জন্মজেলা বীর ভূম কীর্ণাহার পাশে

প্রণব মুখোপাধ্যায়,রাজ লক্ষ্মী মাতা

ধন্য যে মিরাটিবাসী সুখ তব বাসে

পিতামাতা ছিলো তবে সেবক জনতা।

 

ইন্দিরার সহযোদ্ধা আছে যে সুনাম

প্রজ্ঞায় নক্ষত্র সম বিশ্বাসে ঘনিষ্ঠ

পাঁচ দশক সংসদে ছিলো না দুর্নাম

কতোলোক জ্ঞানালোকে করেছো ভূমিষ্ঠ।

 

দেশ সেবা হাতেখড়ি জন্মসূত্রে তবে

ধ্যানে জ্ঞানে আছো তুমি বিজ্ঞদের সনে

দেশের মঙ্গল করে নাম যশ ভবে

ত্রয়োদশ রাষ্ট্রপতি বঙ্গ রাখে মনে।

 

ভারত-রত্ন ভূষিত,পদ্মবিভূষণ

ভারত মাতার যোগ্য তুমি হে সন্তান।

Post a Comment

Previous Post Next Post