আলবিদা

 

আলবিদা

- সুদীপ্ত বিশ্বাস

 


আমাকে এবারে দূরে যেতে হবে পাখি

এতটাই দূরে, ফেরা তো হবেনা আর

এত এত স্মৃতি কীভাবে যে ঢেকে রাখি,

এগোতে গেলেই ঘিরে ধরে বারবার।

 

 কত ভাল হত, তুমি যদি উড়ে যেতে

শ্রাবণ আকাশে চাতক যেভাবে ওড়ে

নতুন মেঘেতে কত না সঙ্গী পেতে

খুব ভালবেসে রাখতে আপন করে।

 

 গুমরে গুমরে মনমরা দিন-রাত

চারদিকে শুধু থমথমে আর কালো

এগোতে পারিনা, পিছোলেও গিরিখাত

সেসব জেনেও কেন যে বেসেছ ভাল!

 

ডানা ভেঙে গেছে, দুচোখে আসে না ঘুম,

আমাকে এবার বিদায় জানাও পাখি।

যদি ফিরে আসে ভাল কোনও মরসুম

খুব ভাল  থেক, জীবন অনেক বাকি...

_______________________________

 

অনুরাগ

- সুদীপ্ত বিশ্বাস

 

যে ফুল ঝরেই গেছে

কী হবে তাকে মনে রেখে?

নতুন কুঁড়ি ফুটুক

নতুন সূর্য উঠুক

নতুন ভোরের ছবি নাও এঁকে।  

 

 বয়ে চলুক নদী

সেই ঝরা ফুলের স্মৃতি

তবু্ও ফিরে ফিরে আসে যদি

 

 যতই জ্বলুক আগুন দাউ দাউ

ঝরা ফুল বেঁচে থাকে

কোথাও না কোথাও...

Post a Comment

Previous Post Next Post