পূর্বরেশ
রঞ্জন
চৌধুরী
গলায় গান ছিল
সুরেলা, সুশ্রুত
গায়কী ছিল
হাস্যের মত, ধ্রুপদী
জীবন ছিল
হাত ছাড়াছাড়ি
স্বপ্ন মহিম ।
প্রণিপাত আগলে রেখেছি
তাকে
চেতনার চিরবিস্তারে
।
এইসবই গুপ্ত পূর্বরেশ
অবিবেচনায় ভেঙে
ফেলা
ভেতরের নির্বাসিত
রুপ ।
বুক দাপায়, কখনসখন
যখন দেয়ালের এক
কোণে
অনাদৃত হতে হতে
বেজে ওঠে মরচে ধরা
তার, তার
শূণ্য হাহাকারে ।