শরৎ রাঙা
নিলুফার জাহান
শরৎ কালে কাশ ফুলেরা
হাসে নদীর তীর
দোলন চাঁপা সুবাস
মাখে
শিউলী ঝরে ধীর।
নদীর বুকে নৌকায়
বসে
মাঝি ধরছে গান
হালকা রোদে মাঠেতে
ফলে
সোনা রঙের ধান।
জুঁই কামিনী শোভা
বাড়ায়
শরত রাঙা ফুল
নয়ন তারা ফুটেছে
আহা!
শরৎ পড়ে দুল।
নীল আকাশে তুলোর
মতো
সাদা মেঘের দল
সবুজ মাঠে হরেক ফুলে
সাজছে ধরা তল।
বিলের ধারে চুপটি
করে
বসে বকের ঝাঁক
টেংরা পুটি ধরবে
বলে
শিকার করে তাক।