মনোদিত দেবী
বিক্রম
দাস
বৃষ্টিস্নাত নির্মল
আভাস আনো মনে ।
কখনো বা ছড়িয়ে
দাও তা জগতের প্রতি কোণে ।।
হিংসা , বিদ্বেষ
ভুলে -
জাগবো আমরা অজাগতিক
প্রেম পুণ্যে ।
আসবে আজি সেই পরমব্রম্ভানন্দ।
তবু চাই তোমার ওই
পবিত্র পদ ছন্দ ।।
বিশ্ব ভুবন ছাপিয়ে
তুমি আছো অন্তরে ।
তোমায় ভুলিব আমরা
কোন মন্তরে।।
জগৎ জুড়ে সেই আবেশ
রইলো পড়ে এখনো ।
মোরা জানি ,তুমি
জাগবে হয়তো কখনো ।।
কুসুম মেঘের প্রতীক
তোমার দশ দিশি সমারোহ ।
আজি লাগিছে লতা
- পাতা - সহস্র প্রাণময় মহীরুহ।।
মহিমাকাশে , সোমার
প্রেম বাজে হৃদিমাঝে ।
সেই রোমাঞ্চ আমি
বোঝাবো তোমায় কবে ।।
জাগিনু আজি এ আনন্দলোকে
।
থাকবো মোরা অহরহ
তোমা সাথে ।।
মোরা , ভুলিব সে
আশা -
যাহা করে মোদের নিরাশা
।।
মাতিব হে আজ তোমায়
লয়ে ।
মোদের সুখ তোমারই
বিজয়ে ।।
মহাজগতে যবে আসিবে
প্রাণ ।
বুঝিব ,তুমি আশীষ
করেছ
এ ' গতিধারা'- য়
জাগাও ভালো-মন্দ।
তবু মোদের জীবনে
দাওনি কোনো রন্ধ্র ।।
‘মোরা এমনি এসে ভেসে
যাই’ ।
তবু সদা তোমা পানেই
যেনো ধাই ।।
আজ পুণ্যে প্রভাতে
জাগবে তুমি বলে ।
ভক্ত হৃদি , আজ এসেছে
তোমার আসন তলে ।।
গম্ভীর সুরে বাজিবে
করুন জয়ধ্বনি ।
সেই টানেই মারলাম
আমরা ওগো জননী ।।
আজ তুমি এসেছ এ পাপ
পুণ্যে ক্ষেত্রে ।
দেখেছো আজি এ জগতে
তোমার ওই ত্রিনেত্র-এ।।
এলে তুমি আজ হয়ে
শারদীয়া ।
স্বাগত জানাই তোমায়
- দ্বারে দ্বীপ দিয়া ।।
যারা নেই এই বছরে
মহানন্দে ।
তারাও কি মাতিবে
এই উৎসব ছন্দে ?
তারাও কি আছে তোমারই
মাঝে ?
হাত লাগাই তোমার
সকল কাজে ।
মঙ্গল তান বাজিছে
তোমার ঐ আকাশ জুড়ে ।
তাইতো আজ মন লাগেনা
কোনো কাজে ।।
ভেসে বেড়ায় কল্পনায়
মোড়া ওই বাদল ।
মনে হয় যেনো ওরা
বাজায় জাগরণের মাদল ।।
রবি ওই ক্ষীণ - উজ্বল
ভূষণে দিয়েছে দেখা ।
আকাশ পাড়ে দেখা
গেছে ওই সপ্তবর্নের রেখো ।।
বেগুনী, নীল, আকাশী,সবুজ,
হলুদ ,লাল ,কমলা ।
বর্ণালী ছটা দেখেও
মন যে এখনও আমার শ্যামলা ।।
' তুমি আসবে '। এই
কথা বলে সদা মন ।
জানি না তুমি জাগবে
কবে, কখন ।।
মাতাল সমীর, পাগল
আলো, সজল মেঘ ।
সুগন্ধি পুষ্প, রঙিন
পদ্ম - চারিধারে শিউলি ও দ্বিরেফ ।।
চারিদিকে তুমি আছো
আর আছে তোমার স্নেহ ।
মায়াবলে ভুলাইতে
পারিবে না অন্য কেহ ।।
যার লাগি বিরহে এ
হিয়া ।
সম্মুখে এলে তারে
পূজিব কী দিয়া ।।
তুমি অন্যন্যা ,
জন্মদাত্রী, মায়া - মমতাময়ী ।
দেখো, তোমার মানবেরা
যেন হয় চির বিজয়ী।।
প্রণমি তোমায় ,
প্রনমি তোমায় ।
তুমি আছো এ জগতের
কোথায় ।।
তবু তুমি আসবে, তবু
তুমি যাবে ।
তবুও না প্রাণের
ইচ্ছা কখনো পূরিবে ।।
তবু বৃথা মনের বাঞ্চা
নিয়ে যাবো তোমাপানে ।
তোমায় নিয়ে ভুলে
থাকবো - তোমারি গানে গানে ।।
বর্ষিত আজি তব আশীর্বাদ
।
শুভ কর্মে যেন না
বাধে বিবাদ ।।
ভৈরব রাগে তব কণ্ঠ
বাজে ।
বিশ্ব মানব মরে নিজের
মন-নগ্নতার লাজে ।।
জাগরিত তুমি হয়েছ
আমার মনে, স্বপনে ।
মনোদিত দেবী তুমি
- আছ বিশ্বের প্রতি কোণে ।।