প্রতিবাদ করবো
মোঃ
আব্দুল হালিম সোহাগ
আমি মনুষ্য কূলের
সেরা জাতি
নির্বোধের কূলে নয়,
বহুদর্শীর মাঝে ভূপতি
সমীচীন পঞ্চমুখ আছে।
একত্ব মাঝে নয়
সর্বকালে মিলেমিশে
সমর করতে হয়,
আমি সাম্প্রতিক,
আমাকে ঐশ্বর্য দেখিও না,
আমার ন্যায্য ক্ষমতাকেন্দ্র
আছে
সব রুক্ষ করে তুলব,
অমনুষ্যত্বকে বিরাম
করে নবীন
জাতির সত্য অবির্ভাব
করব।
আমি ললাটের ভাগ্য
চেতনা দিয়ে গড়ব
আমি সমাজে প্রতিবাদের
নথিপত্র করবো,
আমি ভীতকে অভয়া করে
তুলব
ক্লেশ, দুর্গত, সন্ত্রাস,
চুরি, মাদক, মুক্ত করে
মনুষ্য কূলকে রঙ্গনা
করে তুলব।
আমার উত্তমাঙ্গে
বোধ আছে
আমি কেন পাতক করব,
আমি কেন অন্যায়ের
দিকে অলক মেলে থাকব
আমার আস্য আছে,
গ্রীবা আছে,
আমি শক্ত প্রতিবাদের
সুর উঠাব,
আমার শ্রবণেন্দ্রিয়
আছে
আমি লক্ষ নবীন শিশু,
মায়ের, ভ্রাতার, অসহায় কান্না শুনতে পাই,
আমার ঘ্রাণেন্দ্রিয়
আছে
আমি সমাজতত্ত্ব মাঝে
অসাধু মানুষের দুর্গন্ধ বুঝতে পারি
আমার পাণি আছে,
আমি প্রতিবাদের অস্ত্র
তুলে নেব
বক্ষ ফুলিয়ে সামনে
এগিয়ে যাব।
সমাজ আজ নিস্তেজ
তমসা
সমাজে হরষ রশ্মি ছড়িয়ে দেব
প্রতি মায়ের সন্তানকে
প্রতিবাদী অনীক গড়ে তুলব।