অন্য এক মেয়ে
প্রিয়াঙ্কা সামন্ত
আমার একটা আমি চাই
যে আমিটা সবাইকে
হাসাতে চাই....
চোখ উল্টে ভয় দেখাতে
চাই..,
গান শুনে মন ভরাতে
চাই..
উল্টো পাল্টা নাচের
স্টেপে মন ভোলাতে চাই...,
টিভির রিমোটটা নিজের
হাতে পেতে চাই..
ঘড়ির কাঁটাটাকে
উল্টাতে চাই.....,
নিজের হাতে রান্নার
অন্য স্বাদ দিতে চাই..
ফুল স্পিডে বাইক
চালাতে চাই....,
অনেক রাতে ভয় কাটিয়ে
বাড়ি ফিরতে চাই...
আসামী নাচে নিজেকে
মাতোয়ারা করতে চাই..,
কাঞ্চনজঙ্ঘার স্নিগ্ধ
শীতল ভোরে সূর্যোদয় দেখতে চাই.....
সমুদ্রের ঢেউয়ে
নিজেকে ভাসাতে চাই.....,
ঘন জঙ্গলে নিজেকে
হারাতে চাই....
ঝর্নার জলে কান পেতে
নিস্তব্ধ হাসি শুনতে চাই...,
গঙ্গার ধারে পড়ন্ত
বিকেলে নিজের সকল দুঃখ-কে ভুলতে চাই...
বৃষ্টির ফোঁটায়
নিজেকে ভেজাতে চাই....,
নৌকার ধারে বসে ডাইরির
পাতায় কবিতা লিখতে চাই....
সত্যজিৎ রায়ের বিখ্যাত
গল্পে নিজেকে বাকরুদ্ধ করতে চাই...,
সারারাত ছাদে বসে
পূর্নিমার চাঁদ দেখতে চাই....
জীবনটাকে উপভোগ করতে
চাই....,
সবশেষে, নিজের দেখা
স্বপ্ন নিজেই পূরন করতে চাই...
হ্যা আমি এমন একটা আমি চাই...।।