নতুন আমি

 

নতুন আমি

হাবিবুল ইসলাম

 


 এখন 

চোখ খোলা রেখেও 

কোনও কিছু দেখতে পাই না।

কিংবা বলতে পারো 

ইচ্ছে করেই  কিছু দেখতে চাই না।

শত অন্যায়,

শত অত্যাচার দেখেও 

নিজেকে নিজের মধ্যে গুটিয়ে রাখি।

ভেতরের আগুনটাকে 

চেপে রাখি ভীষণ কষ্ট করে।

আর,

মনের ক্রোধ গোপন করে

লোক দেখানো ঠোঁটের হাসিটা বাঁচিয়ে রাখি।

নিজের কাছে মাপ চেয়ে

দ্বেষের সৎকার করি।

এখন বুঝতে পারি

মানুষ চিনেও 

মুখোশ পরা মানুষের পাশে থাকি,

অথচ আসল মানুষকে পাশ কাটাতে চেষ্টা করি।

ক্রোধের আগুন বুকে রেখেও

মনকে শান্ত রাখি।

বিবেকটাকে অন্ধ করে

নিজের কাছেই হই লজ্জিত।

মনে মনে পথ খুঁজেছি,

এই লজ্জা থেকে মুক্তির পথ।

পলাতক বিবেক  

ফিরে এলো জ্ঞানের আলো নিয়ে।

অন্ধকারে পথ দেখালো।

তাইতো

আজ সকালে 

জন্ম হলো এক নতুন আমি’র।

তার চোখ ফুটলো, 

মুখ খুললো,

প্রতিবাদ করতে শিখলো,

আজ সে

সবকিছু বদলে দিতে চাইলো।

মনের ঘুমন্ত লাভা

প্রচন্ড শক্তি নিয়ে বেরিয়ে এলো সম্মুখে।

ভয় পেল অপশক্তি

যদি সবাই জেগে যায়,

মুক্ত হবে ভয়।

ভেঙে পড়বে দুষ্ট শাসকের ক্ষমতার উৎস।

তাইতো,

ইচ্ছে জাগে মনে,

যেন রোজ সকালে 

এমন করে নতুন আমি'র জন্ম হয়।

Post a Comment

Previous Post Next Post