বিপ্লবের আগুন
আজিজুল হাকিম
******************
লীনা, তোমার চোখের উত্তাল সাগর বেলায়
আমি আরও একটি নোঙর ফেলতে চাই-
অগুনিত নক্ষত্র খচিত জাহাজ ।
তোমার আমার ভালোবাসা হৃদয়ের খাঁজে, ভাঁজে লুকানো থাক ।
এখন প্রেমের সময় নয়, প্রিয়া ।
আহা ! যাদের রক্ত ঘামের বিনিময়ে
সবুজে সবুজে হেসে উঠে মাঠ
সোনালী ফসলে ঝলসে উঠে রোদ্দুর
তারা আজ বিষ হাতে অদৃশ্যের ঠিকানা খুঁজে,
মৃত্যুর বুকে খুঁজে ফিরে চির শান্তির নীড় ।
খবরের ফেরিওয়ালারা চোখে কালো পট্টি বেঁধে
নগ্ন রাজার ভেলকি নাচন দেখাতে ব্যস্ত ।
সাম্প্রদায়িকতার কশায় খানা
সংখ্যালঘুর রক্ত পানে উন্মাদ ।
জনতার কোষাগারে দিবারাত্রি চলে হরির লুট
সীমান্ত চুরি যায় অন্ধকার ঠিকানায় ।
লীনা, তোমার চোখের উত্তাল তরঙ্গ তটে
প্রেম নয়, আরো একটা বিপ্লবের আগুন জ্বালো
তোমার মোহিনী প্রেমাতুর কণ্ঠে
আগুন ঝরানো গান গাও
তোমার দেহে আনো বৈপ্লবিক প্রেরণাময়ী উন্মাদনা ।
লীনা, স্বৈরতন্ত্রের মৃত্যু চিতা জ্বেলে,
সেখানে ফলাবো গোলাপি প্রেমের ফসল ।
রচনা: ১৮/০৯/২০২০
স্থান: গঠিয়ার মাঠ