স্বেচ্ছা নির্বাসন
তামান্না সুলতানা তুলি
সান্ধ্য ভ্রমণ খুলে
অজস্র রাত আমার ছেঁড়া ছেঁড়া শিফনের ভেতর ।
উৎসবের মতো আমার
পায়ে পায়ে বেসামাল আনন্দ ।
সম্মোহিত, যতবার
চোখ খুলছি
ব্লু দ্যা সি' ক্যাফের
টেবিলে ঝলসে উঠছে ব্লুমিং রোজ, জারবেরা ।
নগ্ন হাত, নগ্ন হাতে
স্লিভলেস তারাদের ঝলকানি ।
মুখোমুখি একটা সমুদ্রোত্থিত
সুন্দর, এক জোর চোখ,
ওষ্ঠে-ঠোঁটে কঠোর
ভ্রূকুটিতে প্রখর লাবণ্য ।
লাবণ্য না বলি তাকে
বলি ঘাতক ।
সে নেমে যাচ্ছিলো
পিচ্ছিল আলোতে ।
আমার হাতে, কাধে
শিফনের চোরা বাঁকে ।
আমার পায়ে পায়ে ফেরারি
রাতের মাংসে ।
ধ্বস হচ্ছিল ধ্বস
!
ধ্বংসের মতো সন্ত্রস্ত
মাংসে চোরা ছুরি ।
কেটে যাচ্ছিল গ্রন্থিল
পেশী, মনোজ্ঞ ক্লিভেজ চিরে বর্ণিল স্রোত,
বেঁকে যাচ্ছিল স্বর,
বদলে যাচ্ছিল গ্রান্ড
ফাদার ক্লকের শব্দ!
সমবয়সী বিপন্নতা
বদলে যাবার পর,
দ্বিমুখী সম্মোহনে
প্রথম চোখ মেলে দেখি
সূর্য ও সমুদ্র-
এ-ও এক রকম স্বেচ্ছা নির্বাসন।