আমার
বিজন ব্যথার কথা
বিমলেন্দু মোহান্ত
অনেক দিন যা ছলি সংগোপনে
একান্তই, আমার মনের
বিজন কোণে ,
চৈত্রের উতোল হাওয়া
দিল তা নাড়িয়ে ।
মনের নিভৃত কোণে
এতকাল যা ছিল সুপ্ত
যে কথা সুখের দিনেও
ছিল অব্যক্ত।
জানি তো, হৃদয় খুঁড়লে
হবে রক্তাক্ত ।
তবু সে ছিল আমার
বিজন ব্যথার সাথী,
স্নেহের আঁচল দিয়ে
ঢাকত দুখের রাতি।
আদরে সোহাগে নিমেষে
উধাও হতো
জীবনে আমার কঠিন
দুঃখ যত, হতো
অপগত, তোমারি স্নেহের
পরশ পেয়ে।
সে কথা কেমনে বিস্মৃত হবো প্রিয়ে?
তুমি আজ চলে গেছ
প্রিয়ে বহুদূরে ,
শুধুই তোমার স্মৃতিটুকু
আছে পড়ে।
মধুর সে স্মৃতি আজো অবিকল,
চিত্তে আমার রবে স্নিগ্ধ সমুজ্জ্বল
।
জীবন চলার পথ,যদি
ঢেকে যায় ঝড়ে
থেমে নাকো তবু,পায়ে রক্ত যদি ঝরে।