রাস্তার বাঁকে

 

রাস্তার বাঁকে

 শর্মিষ্ঠা ব্যানার্জী

 


আমি - তুমি কেউ জানতাম না, পথের বাঁকে কে কোথায় হারিয়ে যায় ।

কথা ছিল, তুমি আমাকে ভালোবাসবে,

কথা ছিল তোমায় মনে রেখে রোজ সন্ধ্যায়  বিন্দি  আঁকবো—

কথা ছিল, রোজ অন্ধকারে আমরা ভালোবাসায় ভাসবো,

কথা ছিল,রোজ আলোয়, সুখের চাবিকাঠি আঁচলে বাঁধবো---

কথা ছিল---

কথা ছিল---

কথারা তবু দেখো  হারিয়েই  গেল, মনের অজান্তে---

 

আমরা ভুলে গেলাম, কথা রাখতে !

 রাস্তা গুলো হারায়নি তো !

আমরা, হারিয়ে গেলাম --,

হয়তো ইচ্ছে করে ।

প্রতীক্ষার প্রহরে কেউ নেই আজ আটকে,

নীল আকাশ, আজো , ভালোবাসি দুজনেই,

তবে !

 

1 Comments

  1. আন্তরিক অভিনন্দন রইল, প্রিয় কবি বন্ধু ।

    ReplyDelete
Previous Post Next Post