পুনরুদ্ভুত

 পুনরুদ্ভুত

সফিউল ইসলাম

 


হে বিদ্রোহী কবি !

এই তব ভয়ার্ত হৃদয় ,

দুঃখ করেছি সংবরণ ভয়কে করেছি জয় ।

স্তব্ধ যে বিষের বাঁশি বাজে না অগ্নিবীণা ,

সেই বিদ্রোহীর ভাবাবেগে ধ্বনিত সর্বহারার কান্না !

মনেপড়ে পলাশীর প্রান্তর ধায় স্বাধীনতা অস্তাচলে ,

পরাধীনতার শৃঙ্খলাবদ্ধে পরিনু ফাঁসিমাল্য গলে !

মোচিত জাতি ভেদাভেদ কিবা ধর্ম বর্ণ বৈষম্য ,

বরণ করিনু সবাই মিলে অধীনতার ভারসাম্য !

স্বাধীন হলাম নিপীড়নে কত প্রাণের বিনিময়ে !

ওড়ে নিশান গগনে পবনে স্বাধীনতার জয়ে ।

আজ জাতিধর্ম ভগ্নদশায় সাম্প্রদায়িক হানাহানি !

তাই মানবতার ভারসাম্য দিতেছে হাতছানি !

সবকিছুই যেন দুর্বিষহ তাই বুঝি দুর্বিপাক !

পৃথিবী যে দূষিত দুষ্কৃত প্রতিকুলতায় বিপাক ।

নরক বিরাজিত ধরাতলে স্বর্গ যে অধরায়,

মহাপ্রলয়ের ধ্বংসাবশেষে নবজাগরণ পুনরায় ?

 

Post a Comment

Previous Post Next Post