i ধীরে ধীরে অতলে

ধীরে ধীরে অতলে

 

ধীরে ধীরে অতলে

আসাদ পাটোয়ারী

 


অভিমানে, সব অবজ্ঞা ভুলে

ধীরে ধীরে অতলে হারিয়ে যাচ্ছে অভিযুক্ত দেহুরী,

ঝঞ্ঝায় জোর পেয়ে বেসামাল নদী

আছড়ে পরে কূলে জনে-উগ্র ঢেউ লহরী।

দোহারি -বিনা সুরে ঠুনকো দ্বায়ে

ক্রোধে ফুঁসে নাশে সদা বহরি

অভিযোগের সূত্র কতো বাহারি!

কখনো রূঢ় হই গোপনে

কখনো ছল করি- সব বরি

খণ্ডিতে মিছে প্রয়াস তাহারি।

ধুকপুক ধুকতে শেষমেশ বুঝি সার

ধনুকের মতো কুঁজো দেখি মেরু

হেরে হরিষ শেষে হৃদ- শোনে

বিউগলের করুণ গীত পরিনতি !

নিশ্চিহ্ন হলেও- হবেনা বিস্মিত ।

হেন আজ আঁড়ালে লুকাই

জেনে বলবে সব মোর ধোঁকাই

ভাবো যাহা চায় অন্তর, চরণে আচরণ ! ক্লেশ যাতনা

ক্রমশঃ ধীর,হতচকিত বীর

ক্ষিপ্রতা নিঃশেষে চলা মোর মন্থর ।

 

Post a Comment

Previous Post Next Post