ধীরে ধীরে অতলে

 

ধীরে ধীরে অতলে

আসাদ পাটোয়ারী

 


অভিমানে, সব অবজ্ঞা ভুলে

ধীরে ধীরে অতলে হারিয়ে যাচ্ছে অভিযুক্ত দেহুরী,

ঝঞ্ঝায় জোর পেয়ে বেসামাল নদী

আছড়ে পরে কূলে জনে-উগ্র ঢেউ লহরী।

দোহারি -বিনা সুরে ঠুনকো দ্বায়ে

ক্রোধে ফুঁসে নাশে সদা বহরি

অভিযোগের সূত্র কতো বাহারি!

কখনো রূঢ় হই গোপনে

কখনো ছল করি- সব বরি

খণ্ডিতে মিছে প্রয়াস তাহারি।

ধুকপুক ধুকতে শেষমেশ বুঝি সার

ধনুকের মতো কুঁজো দেখি মেরু

হেরে হরিষ শেষে হৃদ- শোনে

বিউগলের করুণ গীত পরিনতি !

নিশ্চিহ্ন হলেও- হবেনা বিস্মিত ।

হেন আজ আঁড়ালে লুকাই

জেনে বলবে সব মোর ধোঁকাই

ভাবো যাহা চায় অন্তর, চরণে আচরণ ! ক্লেশ যাতনা

ক্রমশঃ ধীর,হতচকিত বীর

ক্ষিপ্রতা নিঃশেষে চলা মোর মন্থর ।

 

Post a Comment

Previous Post Next Post