আমরা পারি

 আমরা পারি

নাজমা সুলতানা

 


আমরা পারি অনেক কিছু

শুধু আমার মনটা চাই

স্বপ্ন গুলো সাজাতে গেলে

স্বপ্ন আগে দেখা চাই ।

ইচ্ছে গুলো ঝালিয়ে নিয়ে

দৃঢ় করে বাঁধতে হবে

নিয়মের মাঝে অন্য নিয়ম

তারি ছবি আঁকতে হবে ।

মন আকাশে জীবন ঘুড়ি

ওড়াতে হবে সবার আগে

লক্ষ্যভেদে বিপদ ঘুড়ি

সবার আগে কাটতে হবে ।

তবেই পাবে মুক্ত আকাশ

প্রাণভরে নেবে শ্বাস

কর্ম পথে ঝাঁপিয়ে পড়

জীবনে পাবে তুমি আশ ।

তাকিয়ে দেখ সমুখ পানে

হাসছে তোমার নতুন সকাল

এই সকালে মন খুশিতে

মাঠে নেমে ধরো হাল ।

সোনার ফসলে মাঠ সাজবে

সাজবে তোমার বিবাগী মন

এই পৃথিবীতে সবার মাঝে

খুঁজে নাও কে আপন ।

তারি সাথে লক্ষ্যগুলো

সাজিয়ে নাও রূপভেদে

রূপের মাঝে অরূপ এবার

দেবে ধরা তোমার ফাঁদে ।

কল্পনাতে পাখা মেলে

বাস্তবেতে ধরো হাল

চেষ্টা থাকলে সফল হবেই

ধরা দেবে নতুন সকাল ।

 

Post a Comment

Previous Post Next Post