প্রতীক্ষা

 

        প্রতীক্ষা  

       হামিদুল ইসলাম

 


                           

 এই পথকে চিনি না আমি

এ পথ নতুন 

নদী সমুদ্র পথে হারিয়ে যায় 

হিসেব রাখে না পথের 

পথের কষ্ট নিরন্তর  ।।

 

তোমার ভালোবাসা লুকিয়ে রাখি বুকে 

নদীতে নৌকো ভাসাই 

জীবন মুখরিত সংগ্রাম 

নদীর জলে ভাসে কচি কচি শৈশব 

স্মৃতিগুলো এখনো বিস্ময়    ।।

 

তোমার জন‍্যে বসে থাকি পথে 

সমুদ্রের গর্জন শুনি 

বুকের ভেতর 

তোলপাড় করে প্রতিদিন নদীর উৎস মুখ 

খুঁজে পাই না নিজের অস্তিত্ব   ।।

 

জলের উপর বিশ্বাস রাখি 

জলকে করি তর্পণ 

জলে নামি তোমার জন‍্যে প্রতিদিন 

সারাক্ষণ দাঁড়িয়ে থাকি তোমার আশায় 

প্রতীক্ষা আর কতোদিন   ?? 

 

Post a Comment

Previous Post Next Post