অশ্বারোহী বীর

 অশ্বারোহী বীর

আমিনুর রহমান


 

ছুটে যাও অশ্বারোহী যুদ্ধজয়ের পথে

বীরের বেশে ফিরে আসো আবার প্রভাতে,

লড়তে যত শত্রুসেনা স্বদেশ মাতৃকার

লক্ষ্যপাণে স্বদেশকল্যাণে করো অঙ্গীকার ।

বীরের জাতি জয় তোমাদের হবেই হবে

দেশদ্রোহীরা একদা লেজ গুটিয়ে পালাবে

 তোমাদের অবহেলায় হয়েছে এদের বাড়

অনেক হয়েছে তোষামুদে আর নয় ছাড় ।

ছুটে যাও অশ্বারোহী চলো সম্মুখ জয়ে

তুমি এগোলেই নির্বোধ পিছু ছুটবে ভয়ে

যুদ্ধের ডাক শুনে সৈনিক কেন তুমি বসে !

পরাজয় জুটলে কেঁদে লাভ কি হবে শেষে ?

দেখেছ কি চারিদিকে মা-বোনের ফরিয়াদ

শুনেছ কি কখনো মজলুমের আর্তনাদ

হে বীর!,কিভাবে সইবে কাপুরুষ অপবাদ

রক্তস্রোতের পরেই আসে বিজয় বুনিয়াদ ।

ছুটে যাও অশ্বারোহী সামনে সমুদ্র তীর

ছুটে চলো,ভাঙ্গতে হবে বাতিলের জিঞ্জির

পেছনে ডাকুক যতোই না ক্রন্দসী সুরবালা !

পথ থেমে গেলে অপেক্ষা করো রক্ত কারবালা !

Post a Comment

Previous Post Next Post