আকাঙ্ক্ষা
নাফিসা খান
গ্রাম থেকে বহু দূরে
শহরের এক প্রাচীরভেদী
আকাশচুম্বী স্বপ্ন
নিয়ে দলবল ছাড়িয়ে একাকী,
অসহায়, অনাথ, বন্ধুহীন
আমি।
বুকে আমার বেড়ে
ওঠার দুর্নিবার আকাঙ্ক্ষা,
পদপৃষ্টতা ও মুর্ছনার
শঙ্কা হয়তো কিছু দাগ কেটেছে !
বেঁচে থাকার অধিকারের
প্রশ্ন নিয়ে
জীবন্ত এক সঞ্জীবনী
শঙ্কায় অশ্রু ঝরায় অগোচরে।
জানি তোমাদের ভ্রুপেক্ষে
স্বার্থের অঙ্ক ব্যতীত প্রাধান্যের পাত্র শূন্য।
আমার প্রয়োজন ফুরিয়েছে
,নোটিশ পেয়েছি।
আকাশচুম্বী স্বপ্ন
শুষ্কতার পথ ধরে
পৌঁছে যাবে গৃহস্থের
নারকোনডামে!
"আমি হারিয়ে
যাব টাইটানের কোনো এক বাদামী পাহাড়ে,
পৃথিবীর সব অজানা
অর্ধ ভগ্নাংশাকারে আধখানা কুঠিরের অন্দরে রেখে"।
পৃথিবীর আর্কষণে হয়তো আবার আসবো
ফিরে,
কোনো এক শ্রাবণের
শেষ বিকালে,
এই ভূখন্ডে, ভূমিষ্ট
নয় ,বেঁচে থাকার অধিকার নিয়ে !
Tags:
শরৎ সংখ্যা - কবিতা