নষ্ট নীড়ের ছানা

 নষ্ট নীড়ের ছানা

       মেহের

 


জল যদি হয় পাকে ভরা তাতে আমার কি ?

তবু তো আমি পদ্ম হয়ে ভাসতে শিখেছি !

মনেতে যার ময়লা জমা চোখের ভিতর প্রেম

দোষ হলে হয়েছে তার আমার কি প্রবলেম ?

গড়নটা তার প্রজাপতি স্বভাবটা কোকিল !

ডিম পাড়লে কাকের বাসায় দেখবে কি আর চিল !

নষ্ট মনের বাড়ির মালিক নষ্ট করছে ঝি;  

তারই ইফেক্ট আমি হলে দোষটা আমার কি ?

আমায় দেখে হয়তো ঘৃণায় বাঁকছে যাহার ঠোঁট !

বলা তো যায় না, আমার দেহে হয়তো তারই বইছে রক্তস্রোত !

যুগেযুগে ভাঙছে টাকা সতীত্বের প্রাচীর !

তাই, হলেও আমি হতে পারি কোনও টাটা-আম্বানির !  

1 Comments

  1. খুব সুন্দর বাস্তবধর্মী কবিতা । সমাজের প্রতি একটি কশাঘাতও বলা যায় ।

    ReplyDelete
Previous Post Next Post