মা মাটি মানুষের সংলাপ
সৈয়দ আসরার আহমদ
আমি মা বলছি,শোন আমার ছা'পোনারা,
যা রাস্তায় বাজারে দোকানে মাকানে তুলে আন তোলা,
টাকার খুব জরুরৎ !
পুলিশ তো ফুলিশ!নেবে না কোন নালিশ !
ওরা করে আমার স্যাণ্ডেল পালিশ !
যা৷ যা৷ যা৷ টাকার খুব জরুরৎ !
মাটি !
আমার সব প্রোগ্রাম হচ্ছে মাটি,
কন্যাশ্রী খাঁটি !
টাকার খুব দরকার যা কলেজে ভর্তির সময় নিবি চল্লিশ হাজার !
দিয়েছি না পঁচিশ হাজার !
সুদে আসলে কর উদ্ধার !
প্রয়োজনে পেটা শিক্ষকদের
তাদের রাখার কি দরকার ?
আমার কাজ দেশকে মাটি করা
যেমন তেমন করে হোক তোরা ছাত্রনেতারা নিয়ে আয় টাকা,
টাকা বিনে সব ফাঁকা !
মানুষ ?
তারা চোখে দেখছে রঙিন ফানুস !
তারা সব বোকা, খায় শুধু ধোকা !
শিক্ষা ডকে ওঠা মানুষ তবে থাকবে বোকা৷
পড়ুয়ারা পাবে সাইকেল,
আমি ওদের বাবার মাথায় ভাঙবো নারকেল !
মা মাটি মানুষ ?
ওসব রঙের ফানুস !
ওড়াতে শিখিয়েছি,করেছিস রপ্ত
ব্যাশ ওটাই বাঁশ পর্যাপ্ত ৷
মানুষকে ঠকানো আমার কর্ম,
এটাই যুগের সেরা ধর্ম !
মনে রাখবি সদা৷
আমি ভাইপোর দিদি,
আর বনপোর পিসি,
মানুষকে ভালবাসি !
তবে টঙ্কার দরকার বল,
চালাতে সরকারী দল৷
Tags:
শরৎ সংখ্যা - কবিতা