কবিতা: পথহারা পথিক/ইসরাইল সেখ

পথহারা পথিক 

            ইসরাইল সেখ


ক্লান্তিকর পথিক চলে আঁকে বাঁকে,

ঘর নেই তার সে পথেই বসে থাকে।

কোথায় যাবে সে তো জানে না,

জীবন যেন চলছে তার আঁকা বাঁকা।

হাওয়াই ভাসে তার ধুধু নয়ন জ্যোতি,

কোথায় পাবে একটু সুখ রথী।

জীবন রেখেছে সে আশি বছরের বাজি 

না হারা পথিক সে পথেই তার ঘাঁটি।

কেমন করে কাটছে তার চলে যাওয়া দিনগুলো,

কোথায় বসেছে সে ভাবে না এখনো।

জীবনের বাণীগুলোর নেই তার কোন মূল্য 

সাত সমুদ্র তেরো পাড়ের সে এক পদ্ম ।

হাহাকার বলাকার বুকের হৃদপিণ্ড 

জড়িয়ে রয়েছে তার স্মৃতি বিজড়িত স্থানগুলো।

তারই জীবন যেন সাধ্য নয় এ পৃথিবীতে 

কোথায় হারিয়ে গেছে তার জীবন  ফিরে পাচ্ছে না যে,

জীবন বীনার নিত্য বাণী ফিরেছে তার কাঁধে।

জীবন সঙ্গী হারা এই পথিক রয়েছে পথের মাঝে,

সঙ্গ দোষে লোহা যেমন ভাসে ভাসার মতো নাই কেহ তার,

একা একা বসে আছে নিরব একাকার।

চারিদিকে মরুতট উড়েছে বালি কণা

কোথায় গেলে পাবে সে তার জীবনের রীনা।

বসে বসে ভাবে সে করবে কি আজ 

পথহারা পথিক তুমি রয়েছো নির্বাক।

Post a Comment

Previous Post Next Post