নাক পচা/মোহাম্মদ আল্লারাখা

নাক পচা 

       মোহাম্মদ আল্লারাখা  
   
ওর নাকের সামনে সুগন্ধি একটি ফুল ধরলাম
জুঁই ফুল 
ও বলল, শামুক পচা গন্ধ। 

ওর সামনে দুর্গন্ধযুক্ত একটি ফুল ধরলাম
ওল ফুল 
ও বলল, শামুক পচা গন্ধ।

ওর সামনে গন্ধহীন একটি ফুল ধরলাম
অপরাজিতা ফুল 
ও বলল, শামুক পচা গন্ধ।

একী! সব ফুলই গন্ধ থাক না থাক
তুমি নাকে শামুক পচা গন্ধ পাও কেন?
ও বলল, তুমি আল্লারাখা! 
তুমি যে ফুলই আমার নাকের সামনে ধরবে 
তাতে গন্ধ থাক বা না থাক
আমি শামুক পচা গন্ধ পাবো
আমি যে নাক পচা।

Post a Comment

Previous Post Next Post