মুখোশের আড়ালে/ফরিদ আহমেদ

 
মুখোশের আড়ালে 

                ফরিদ আহমেদ 


মুখোশের আড়ালে থাকা মুখগুলি

চিনতে পারিনা,

চোখ বুঁজে বিশ্বাস করি

হৃদয়ের কাছাকাছি রাখি ।


পরম বন্ধু রূপে

নিবিড় আলিঙ্গনে 

গভীর ভালোবাসায়

পায়ে পা মিলিয়ে হাঁটি।


তার সুখে কতটা সুখী হই

 তা তো জানিনা

তবে বিপদে আপদে

ফোটন শীল্ড হই।

 

তারপর হঠাৎ একদিন

মুখোশ খসে পড়ে

বীভৎস রূপ দেখে

শিহরিত হই।


হিংস্র থাবায় নিহত হয় বিশ্বাস

আহত হয় ভালোবাসা

মনের মধ্যে গভীর ব্যথার

 কালো একটা দাগ পড়ে।

 

পথ পাল্টে যায়

তবুও দেখা হলে

কৃত্রিম হাসিতে সব চাপা দিয়ে,

পাশ কাটিয়ে যাই 

মুখোশহীন সুহৃদের খোঁজে। 

Post a Comment

Previous Post Next Post