শেষ হয় না নিজেকে খোঁজা
গোবিন্দ মোদক
আমার —
একমাত্রিক জীবন জুড়ে রাজা সাজার সাজ
বাঁশের বনে শিয়াল রাজা আমি মহারাজ।
ঢুকুর ঢুকুর মন উদাসীন স্মৃতিমেদুর গাছ
খলসে চাঁদা সরপুটি বা সিঙ্গি মাগুর মাছ।
বাসর ঘরে ফুলের গন্ধ কাগজেরই ফুল
আতর মাখা ইমিটেশনে আসল নকল ভুল।
মনের আলো আলোকলতা তিস্তাপারের ঢেউ
যাকে আমি মনে পুষি — সে তো অন্য কেউ।
কালো মেয়ের কোমর খাঁজেও চমকে ওঠা আলো
চুল না খুলেও রূপসী সে ভালোর চেয়েও ভালো।
বাজার জুড়ে তবু কতোই ফর্সা হওয়ার ক্রিম
কাঞ্চনমূল্যে বিকোয় সবই টাকার দ্রিমি দ্রিম্!
সাতটি ঘাটের জলটি খেয়ে ঘটিই শ্রেয় লাগে
বয়স গেলে বুড়ো বুড়ির নতুন প্রেমই জাগে।
তবু —
একমাত্রিক জীবন জুড়ে আমার রাজার সাজ
বুকের মধ্যে ভালোবাসা, মনে প্রেমের তাজ!
তাই —
আজও খুঁজি সেই প্রেমিকার ডাগর দু’টি চোখ,
পাগল আমায় বলে সবাই, ফকির বলে লোক!
Tags:
সাহিত্য-কবিতা