বৃষ্টি মাখার নেশা
আজিজুল হাকিম
তুমি বৃষ্টি হবে বলেছিলে,
বৃষ্টি হয়ে আসবে
আমাকে ভিজিয়ে দেবে বৃষ্টির কোলাহলে
আমার সারা দেহে এসে বিঁধবে
তোমার ভালোবাসার তির
তোমার বৃষ্টির সোহাগে আমি সঞ্জীবনী হব
আমার দেহজ উদ্যানে সবুজ সোহাগ-
ঠিক এলোভেরার ছেঁড়া পাতা থেকে যেমন চুঁয়ে পড়ে,
বলেছিলে।
তারপর
রঙধনু আঁকা পথ ধরে কখন দিগন্ত ছুঁলে!
আর আমার,
কেবল প্রতীক্ষার পালা।
এখন আমার বুকে আন্টার্কটিকা
আর সাহারার অবাধ খেলা
চোখের নীল সাগরে ধূসর বালির উচ্ছ্বাস।
আজও তো তোমার বৃষ্টি মাখা হল না!
বৃষ্টিহীন জীবন আর কত কতকাল, বলো?
বলেছিলে, তুমি আসবে -
আসবে না?
রচনা: ০৮/০৮/২০২৪