অগুনবৃষ্টি আর আমি/এষা বেলা

 


অগুনবৃষ্টি আর আমি

- এষা বেলা

----------


আমি তাকিয়ে থাকি আকাশের দিকে

আর তুমি আমার দিকে

যখন আমি অসীমের কাছে করুণা ভিক্ষা চাই

তখন তুমি আগুন বৃষ্টি ঝারাও

আমি সেই উত্তপ্ত বৃষ্টিতে ভিজতে থাকি

আমার দেহের ফুলগুলি গলে গলে হাঁড় বেয়ে চুঁয়ে পড়ে


আমার পায়ের তলার প্রিয় মাটি তোমার জিঞ্জিরে বেষ্টিত হয় 


আমার দেহের ফুলগুলি 

তারাও কি বিভৎস অবহেলায় পড়ে থাকে পরাধীন শূন্যতায়! 

সবাই দেখে, কেবল দেখে যায়......

একমাত্র আমিই আমার দিকে তাকাতে পারিনা।


রচনা: ০৩/১২/২০২৩

Post a Comment

Previous Post Next Post