বৃষ্টি অভিসার
নিহার বিন্দু বিশ্বাস
রোদের মতো বৃষ্টি
ঝরে আষাঢ়স্য দিন
পথগামী পথ ভুলে যায়
গৃহে সুখবীণ।
অগ্নিঝরা রোদের জলে
বৃষ্টিবাতাস বয়
অসহ্য সব ঘামগুলো
আজ মন করেছে জয়।
মগভর্তি সুখগুলো
আজ বিলায় বাতাস
বৃষ্টি নন্দন রাত
বুঝি আজ? সুখের ত্রাস!
দুজন মিলে মেঘের
কোলে সুখের স্পর্শ
কাহ্নুরাঁই এ বিলাপ
করে অভিমান কর্ষ।
অভিসার এ যায় হে
কানাই রাধাকুঞ্জবন
দুদিন ধরে প্রেমের
সূতায় দুজন একাসন।
মেঘের বারি ঝর ঝরঝর
বিদ্যুৎ আচমকা
মদন দেবের মন পূরাতে
শিউরে উঠে গা।
Tags:
সাহিত্য-কবিতা
খুব সৌন্দর্যময় পঙতি সজ্জা।তবে মাঝের স্তবকে ছন্দে মাত্রার কমতি আছে।
ReplyDelete