অনুষ্ঠিত হয়ে গেল " ইন্দিরা সাহিত্য পত্রিকা " - র বার্ষিক সংখ্যার উন্মোচন

   



কোলকাতা: 30 ডিসেম্বর, 2023, পত্রিকার সভাপতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট  সাহিত্যিক নির্মল চন্দ্র জানা , উপদেষ্টা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত শিল্পী তরুণ ভট্টাচার্য , ডঃ আশিস হীরা , বিশ্ববরেন্য সাহুত্যিক পৃথ্বীরাজ সেন , কবি সুব্রত ভট্টাচার্য্য , কবি সরোজ কান্তি রায় , কবি লক্ষ্মণ চন্দ্র মন্ডল , কবি অসীম দাস , কবি ফাল্গুনী ঘোষ , অভিনেতা নৃপেন সমাদ্দার , কবি বি কে স্বপন , সাংবাদিক মৃত্যুঞ্জয় সরদার ,সঃসভাপতি সেখ মহবুব আলম ,একাধিক আন্তর্জাতিক সম্মাননায় সম্মানিত কবি ও সম্পাদক ইমদাদুল ইসলাম, কবি এবং প্রাবন্ধিক আশিকুল আলম বিশ্বাস ,  কবি শ্রী অলোক মন্ডল , কবি পার্থ মন্ডল , কবি সুজিৎ মন্ডল , কবি বিকাশ সাহা , কবি হরিপদ বিশ্বাস , কবি মানিক দেবনাথ , সাহিত্যিক অর্চনা হালদার , বাচিক শিল্পী মনিমালা রুদ্র ভট্টাচার্য , সঞ্চালিকা মাধবী মহলদার ,সম্পাদক কবি পুষ্পক মন্ডল , উপদেষ্টা রুদ্রনীল সরকার সহ পত্রিকার অন্যান্য উপদেষ্টামন্ডলীসহ অন্যান্য সহযোগীবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানপর্বটি সম্পন্ন করেন | এছাড়াও সম্পাদক ও প্রতিষ্ঠাতা ডাঃ সুশর্মা সরকারের সম্পাদনায় ৮ টি একক গ্রন্থ প্রকাশ করা হয় আনুষ্ঠানিকভাবে ! কবি সেখ মহবুব আলমের ২য় কাব্যগ্রন্থ " হলুদ সূর্যাস্ত ,  কবি সুজিৎ মন্ডলের ১ম কাব্যগ্রন্থ " নির্ভীক কন্ঠ " , কবি শ্রী অলোক মন্ডলের "  মুক্ত পৃথিবী ", কবি পুষ্পক মন্ডলের ১ম ও ২য় কাব্যগ্রন্থ " আঁধারে ফোটা ফুল  " ও " নীরব ভালোবাসা " , কবি পার্থ মন্ডলের ২য় গ্রন্থ ছড়াসংকলন " আমোদ " , কবি অজয় মন্ডলের ১ম কাব্যগ্রন্থ " কবিতা কথা বলে " এবং ডাঃ সুশর্মা- এর দুটি কাব্যগ্রন্থ " নীল মৃত্যু " ও " কাগজের ঠোঙা " বইগুলি প্রকাশ হলো ! এছাড়া পত্রিকার তরফ্ থেকে সকল সম্মানীয় বিশেষ অতিথি ও বিভিন্ন সম্পাদকীয় অতিথি ও গুনীজন অতিথিদের "কবি বিনয় মজুমদার স্মৃতি সম্মান " এবং সকল লেখকদের ইসাপ লেখনী সম্মান ২০২৩ প্রদান করা হয় ! সভাপতি ও প্রধান অতিথির মুক্ত ভাষণে সমগ্র অনুষ্ঠানটি এক আলাদা মর্যাদা লাভ করে | এছাড়াও শিশুশিল্পী সৃজা রায় ও সৃজনী সরকারের কবিতা আবৃত্তি উপস্থিত সকলকে মুগ্ধ করে ! সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সকল গুনীজনদের সহযোগিতায়  সুসম্পন্ন করা হয় কোলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে ৩০ শে ডিসেম্বর ২০২৩ ১১ টা থেকে ৩ টের মধ্যেই আন্তরিকতার সাথে |

Post a Comment

Previous Post Next Post