শোনো নাস্তিক/রবিউল মাশরাফী

 


শোনো নাস্তিক

রবিউল মাশরাফী

 

ধর্ম বিহীন মানুষ কখনো পেতে পারে নাকো আলো

নাস্তিক সে তো বিকারগ্রস্ত, জীবন আঁধার কালো

শোনো নাস্তিক দুনিয়া সমেত মানুষ নয়কো বোকা

তুমি শুধু হায়! শয়তানি প্রেমে খাচ্ছো দারুণ ধোকা

স্রষ্টাকে যদি অপলাপ করো কিবা ক্ষতি তাঁর তাতে

গজব নাজিল হলে পরে আর, পারবে না সামলাতে

পাপের পাহাড় ভেঙে প'ড়ে যদি তোমাকে জাপটে রাখে

জানিনা তখন সাড়া দেবে কিনা মাওলা তোমার ডাকে।

 

তুমিতো চলেছ কান্ডারীহীন ভুলের জাহাজে চ'ড়ে

কাঁদবে ভীষণ উথালপাথাল বিপদ সাগরে প'ড়ে 

যেওনা কখনো বামদিকে কিবা সেই সে পথের বাঁকে

যেখানে শুধুই জ্ঞানপাপী আর ভ্রান্ত লোকেরা থাকে

তোমাকে ডেকেছে আলোর পথের সত্য নায়ের মাঝি

দিন থাকতেই আস্তিক হয়ে আল্লাকে করো রাজি।

 

Post a Comment

Previous Post Next Post