কবিতাঃ সবাই এখন ডানাওয়ালা মানুষ/তৈমুর খান

 


সবাই এখন ডানাওয়ালা মানুষ

  তৈমুর খান 

 

তোমাকে বোঝানোর ভাষা হারিয়ে যাচ্ছে

 তোমাকে বিশ্বাস করানোর বিশ্বাস হারিয়ে যাচ্ছে

 একা একা কতদূর আর যেতে পারি?

 শহর পুড়ছে

 গ্রাম নগর এই উপমহাদেশ এখন বিভীষিকা

 নিজের মুখের দিকে নিজেই তাকাতে পারি না

 

 সবাই এখন ডানাওয়ালা মানুষ

 সবই এখন ডানাওয়ালা যন্ত্র

 মৃত্যু সংবাদ ভেসে বেড়াচ্ছে হাওয়ায়

 সব সহজগুলি এখন কঠিন হয়ে যাওয়ার মুহূর্ত

 

 বাঁশিও তরবারি হয়ে উঠতে পারে

 তরবারিও উদ্ধত ধর্ষণযন্ত্র

 জ্ঞানের কুয়ো থেকে শীতল পানীয় প্রত্যাশায় আর কেউ অপেক্ষা করে?

 অথচ তীব্র রশিতে সম্মোহন ঝুলিয়ে দিয়েছে কাঙ্ক্ষিত অনুভূতি

 

 অন্ধকারে চৈতন্যের বেড়াল বসে আছে

 এখন নিজেকে নিজেই শিকার করার সময়

 জ্যোৎস্নায় ছড়িয়ে যাচ্ছে পোড়া গন্ধ

 এখন নিজেকে নিজেই শুঁকে দেখার দিন।

Post a Comment

Previous Post Next Post