তুমি নেবে কি আমায়/আজিজুল হাকিম

 


তুমি নেবে কি আমায় 

আজিজুল হাকিম

 

রাত্রি হলেই জ্যোৎস্না এঁকে দেবো তোমার শরীরে 

সন্ধ্যা তারা দেবো চোখের গভীরে

ঝর্ণার শব্দ দেবো হাসির ঝঙ্কারে

জোনাকির আলো দেবো দেওড়ির চত্বরে

ঝিঁঝিঁর সুর দেবো হৃদয়ের অন্দরে । 

হে নৈসর্গিক নন্দিতা!

তুমি নেবে কি আমায়?

  

নিশীথের নিষিক্ত বন্দরে 

তরঙ্গিত কোলাহলে

শিহরিত জলে 

এই নির্জনতার ভিড়ে 

সাঁতার কাটতে চাই 

তোমার রূপসাগর বুকে।   

তুমি নেবে কি আমায়?

Post a Comment

Previous Post Next Post