EKI CHOLCHHE-AZIZUL HAKIM

 


একি চলছে, একি হচ্ছে

      আজিজুল হাকিম

 

সারা দেশটায় আগুন জ্বলছে - একি চলছে, একি হচ্ছে ?

বলে দাও আমায় এসে - একটু ভালোবেসে ।

 

ধর্ম বলছে, না ধার্মিক বলছে?

কারা সারা দেশে রক্ত হোলি খেলছে?

কাদের মন্দির, কাদেরই বা মসজিদ

কার নাম নারায়ণ কার বা নাম মজিদ?

বলে দাও আমায় এসে – একটু ভালোবেসে।

 

শয়তান আছে পড়ে হিমেল শীতল ঘরে

আমি তুমি পড়ে তপ্ত মুরুর চরে।

দুশমনি ছিল না তোমার আমার

তবু কেন জীবন কেড়ে নেওয়ার হুংকার?

বলে দাও আমায় এসে – একটু ভালোবেসে।

 

হৃদয়ের মাঝে নেই কো হৃদয় -

চারিদিকে দেখছি, আতঙ্ক আর ভয়।

বারুদের গন্ধ লেগে আছে বাতাসে

পিস্তলের নল কেন আমার কানের পাশে?

ও ধর্মের ঠিকাদার বলে দাও আমায় এসে।

 

রচনাঃ –

স্থানঃ- কোলান পি,বি, বিদ্যাপীঠ

তারিখঃ – ০৭/০৭/২০১৭ (শুক্রবার)

Post a Comment

Previous Post Next Post