আজিজুল হাকিম-এর কবিতা-নববর্ষের গান


নববর্ষের গান 

         আজিজুল হাকিম

 *********************************


চৈত্রের শেষে কি দারুন বেশে এল বৈশাখী মেয়ে 
কচিপাতা শাড়ি সবুজের সারি
 দখিনা বাতাস ধেয়ে। 
বিদায়ের কালে চৈতীর পালে
 বাজিল করুণ তান, 
সুমধুর সুরে নির্জনপুরে
 কোকিল ধরিল গান। 
পূব নীলাকাশ ফেলে অবকাশ
 লাল বরুণানী বালা 
পাখীদের মুখে কি দারুন সুখে
 ভোর হল ঝালাপালা। 
বই খাতা ফেলে মাঠে ছোট ছেলে
 আকাশে ভাসালো ঘুড়ি 
বালিকারা সব মেলে কলরব
 খেলিত লাগিল নুড়ি।

 

পুরনো যত জরা ছেড়ে বসুন্ধরা মলিনতা যাক ঘুচি 
মানুষের মনে এই শুভক্ষণে
 শুভবোধ যাক রচি। 
ধর্মের লাগি অসাম্য জাগি
 ভেদ-বানী নাহি শুনি 
লয় হোক তার হাতে অস্ত্র যার
 যত ধর্ষক, খুনি। 
নাহি হোক লয় সভ্যতার ক্ষয়
 নাহি বোমা বর্ষণ 
শান্তির বানী শুধু যেন শুনি হোক তার তরে মন।

 

এসো হে নূতন, ফেলে পুরাতন মলিনতা যত ঝেড়ে 
সূর্যস্নানে পবিত্র মনে
 হেসে ওঠো প্রতি ঘরে। 
জেগে ওঠো তুমি, ওগো বঙ্গভূমি !
 নিয়ে তোমার সন্তান। 
ভাওয়াইয়া সুরে পল্লীর কোলে
 গাও নববর্ষের গান।

Post a Comment

Previous Post Next Post