অনুগল্পঃ চিঠি - কলমেঃ মুহাম্মদ ফারহান ইসলাম নীল

 


(অণুগল্প)

  চিঠি

    মুহাম্মদ ফারহান ইসলাম নীল

 

       সকাল বেলা কুরিয়ার অফিস থেকে কল করেছিল ৷ আমার নামে নাকি একটা চিঠি এসেছে ৷ আমি এই সংবাদ শুনে অবাক হয়ে গেলাম ৷ আমাকে চিঠি লেখার মতো মানুষ এই শহরে নেই ৷ তাহলে কে চিঠি পাঠালো ? কুরিয়ার অফিসের লোকটা ভুল করে আমাকে কল করেনি তো ?

যাই হোক বিকাল বেলা কুরিয়ারে গিয়ে সন্দেহটা দূর হলো ৷ যে মেয়েটা আমাকে মনে প্রাণে ভালোবাসে সেই মেয়েটাই চিঠি পাঠিয়েছে ৷ আপনারা সবাই জানেন মেয়েটা কে ! তাই মেয়েটার নাম বলছি না ৷ যারা জানেন না তাদের গল্পের শেষে জানতে পারবেন ৷ যাই হোক ভালোবাসার মানুষটার পাঠানো ভালোবাসা জড়ানো চিঠিটা হাতে নিয়ে বাসায় ফিরলাম ৷

       কয়েকদিন যাবত মেয়েটার সাথে কথা হয় না ৷ কল করলে নাম্বার অফ ৷ মেয়েটা চিরতরে আমাকে ছেড়ে চলে গেল ! আমাকে ছেড়ে চলেই যেহেতু যাবে তাহলে চিঠি লিখলো কেন ? আর চিঠিতে কী লিখেছে জানার জন্য মনের ভিতর উতাল পাতাল ঢেউ শুরু হলো ৷ আমি মনটাকে শান্ত করতে পারছিলাম না ৷ তাই ভালোবাসার মানুষটার পাঠানো চিঠিটা খাম থেকে বের করলাম৷

 

প্রিয়তমঃ- বকুলফুল,  

       পত্রের শুরুতে আমার ভালোবাসা নিও৷ আশা করি আল্লাহ তোমাকে ভালো রেখেছে ৷ দোয়া করি আজকের পর থেকে আরো ভালো থাকবে ৷ কারণ তুমি এই চিঠিটা পাওয়ার পর থেকে আমি তোমার জীবন থেকে চিরতরে হারিয়ে যাবো ৷ আর কখনো তোমাকে ভালোবাসি বলে বিরক্ত করবো না ৷ এই কালো মেয়েটা কখনোই তোমার কাছে দুই মিনিট সময় চাইবে না ভালোবাসার জন্য ৷ কখনো বেহায়ার মতো বলবো না তুমি আমার ভালোবাসার মানুষ ৷ আর কখনো তোমার সাথে কথা বলার জন্য মধ্যরাত অবধি জেগে থাকবো না ৷ আর কোনো দিন দেখতে পাবে না কালো মেয়েটার মুখখানি ৷ তোমাকে মনে প্রাণে ভালোবাসতাম বলেই র্নিলজ্জের মতো বৈধভাবে কাছে থেকে ভালোবাসতে চেয়েছিলাম ৷ কিন্তু তুমি গায়ের রঙ দেখে আমাকে অপমান করেছো ৷ তোমাকে ভালোবাসতাম বলেই মুখ বন্ধ করে তোমার অপমান সহ্য করেছি ৷ কিন্তু আমি আর এখন তোমার দেওয়া অবহেলা নিতে পারছিনা ৷ তোমার দেওয়া বিরহে বেদনায় আমি জ্বলে পুড়ে ছাই হয়েছি ৷ মাঝে মাঝে খুব ইচ্ছা হয় আমার আমিটাকে শেষ করে দেই ৷ কিন্তু পরিবারের কথা ভেবে সিলিং ফ্যানে নিজেকে ঝুলিয়ে দেই না ৷ আজ গায়ের রঙ কালো বলেই তোমার মতো সু-পুরুষকে পাওয়া হলো না ৷ আমি আল্লাহর কাছে দোয়া করি তোমার জীবনে একটি পরীর আগমন ঘটুক ৷ তুমি পরীটাকে নিয়ে সুখী হও ৷ আমি তো তোমার অন্তরে আমার জন্য মায়া জন্মাতে পারিনি ৷ কিন্তু আমার অন্তরে তোমার জন্য যতোটুকু ভালোবাসা আছে তাতে বাকী জীবনটা একলা কাটাতে পারবো ৷ আমার কথাগুলো তোমার কাছে আবেগী মনে হতে পারে ৷ কিন্তু এটাই সত্য কথা ৷ সবকিছু কেমন জানি এলোমেলো হয়ে যাচ্ছে ৷ আমি আর লিখতে পারছিনা ৷ আমাকে ভুলে গিয়ে নতুন সঙ্গীকে তোমার বুকে জায়গা দিও ৷ আমি নাহয় গোপনে কেঁদে কেঁদে বুক ভাসিয়ে ফেলবো ৷ তোমাকে নিজের থেকেও অনেক ভালোবেসেছি ৷ তাই ভুলে থাকার কল্পনা করতে পারি না ৷ আমি চাই না আমার জীবনে অন্যকোনো পুরুষ আসুক ৷ আমার আমিটাকে শুধু তোমার করতে চেয়েছিলাম ৷ কিন্তু অধিকার তুমি দিলে না ৷ সব শেষে একটা কথা বলতে চাই,তোমার মতো আর কাউকে ভালোবাসতে পারবো না ৷ তুমি মিশে আছো অন্তরে ৷ আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক ৷ তোমার জন্য ভালোবাসাটুকু তুলে রাখলাম ৷ আল্লাহ তোমাকে ভালো রাখুক৷"

       ইতিঃ- তোমার রক্তজবা৷

 

       জান্নাতের পাঠানো চিঠিটা পড়ে আমার নয়ন থেকে বিরহের অশ্রু ঝরতে শুরু হলো ৷নিজেকে সামলাতে পারলাম না ৷ হুহু করে কেঁদে ফেললাম ৷ ভালোবাসার মানুষটাকে হারানো কতটা কষ্টের সেটা এখন টের পাচ্ছি ৷ আমি চিঠিটা বিছানার উপর রেখে বাইরে চলে গেলাম ৷

আজকে খুব কাঁদতে ইচ্ছা করছে ৷ জান্নাতের বিরহে একটু কান্না করে মনটাকে হালকা করে নিতে চাই ৷ ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার মতো যন্ত্রণা প্রথিবীতে নেই ৷ জান্নাত ফিরে আসুক ভালোবাসার মানুষটার কাছে ৷ আবার ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হোক ৷ আমি আকাশের দিকে আনমনে তাকিয়ে আছি ৷ ঠিক এভাবেই কেটে যাক জীবন ৷ ভালো থাকুক ভালোবাসার জান্নাত ৷

 

Post a Comment

Previous Post Next Post