আজকের রাজপাট
আজিজুল হাকিম
বিষণ্ণতা গায়ে চড়িয়ে দাঁড়িয়ে আছে রাজপথ
কাজেদেরও কোন কাজ নেই আজ
বাজারে থেকে বাজারে লাভার অগ্নিস্রোত
নিরন্ন মানুষের দল দু-হাঁটুর মাঝে
মুক্তি খুঁজে রোজ ।
আজ শাসকের মনেও আফিমের নেশা ---
প্রকাশ্য জনসভায় জাবর কাটে ওরা,
বমি করে আফিমের পাতা
সেই বমি খায় কিছু নির্বোধ জনতা।
ঢেকুরে বাজে ভিন ধর্ম নাশের মন্ত্র
হাতে হাতে অস্ত্র স্পর্ধা শানাই
চোখে লাগে রক্তের পিপাসা ।
স্তব্ধ হয়ে যায় নক্ষত্রের চিৎকার
বেদনার বিলাপ ভাসে রাতের আঁধার চরাচরে
অট্ট উল্লাসে আকাশ ফাটায় নরোখাদকের দল।
ওরা ঘোষণা করেছে,
সংখ্যালঘুর রক্ত পানেই একমাত্র স্বর্গ লাভ।
এই সুবর্ণ সুযোগ, কে হাতছাড়া করে বলো?
অনবদ্য সৃষ্টি।
ReplyDeleteসুন্দর অনুভূতি