স্বপ্নের স্বাধীনতা
ওয়াজেদ বাঙালি
তোমাকে খুব মিস করি
স্বাধীনতা
তোমাকে এখনো খুব
মিস করি।
তোমার জন্য শতাব্দী
ধরে
ফিলিস্তিনের শিশু
পাথর ছোড়ে
ঝিলাম নদী খুনে রাঙা
কাশ্মীরে
আফগান পাহাড়ে লাশের
মিনার।
তোমার জন্য প্রতি
পদে মরে
অসহায় রোহিঙ্গা;আরাকানে
পৃথিবী আজ ভরিয়া
গেল
কত সহস্র শহীদানে!
ছুটিয়া আসিল বিন
কাসিম
সুলতান মাহমুদ সতেরো
বার,
ঘোড়ায় ছুটিয়া
হঠাৎ আসিল
স্বাধীনতা প্রেমি
বখতিয়ার।
শত বেদনায় চোখে
আসে জল
আজও পথে পথে করে
ঝলমল
কারবালা থেকে বালাকোটে,
টিপু সুলতান, নব
তিতুমীর মাথা কোটে।
তোমাকে মিস করি স্বাধীনতা
তোমার মাঝেই দেখিয়াছি
আমি মানুষ ও মানবতা।
Tags:
সাহিত্য-কবিতা