Tags:
সাহিত্য-কবিতা
অপশক্তি নিপাত যাক
সৈয়দ আসরার আহমদ
সুন্দর এই পৃথিবীতে সুন্দর নদী আমাজন
আরও সুন্দর তার অববাহিকা
সুন্দর মিসিশিপি ও মিশৌরী
আরও সুন্দর তাঁর অববাহিকা
সুন্দর ভলগা
সুন্দর রাইন
সুন্দর হোয়াংহো আর তার অববাহিকা
সুন্দর কঙ্গো ও তার অববাহিকার জনপদ
সুন্দর ব্রক্ষ্মপূত্র আর তার অববাহিকা
সুন্দর সিন্ধু নদ ও তার অববাহিকা
কিন্তু তার চেয়ে আরও বিস্ময় আমার গঙ্গা মা
কৃষ্ণা কাবেরী আর গোদাবরী
আর তার চারপাশে গড়ে ওঠা জনপদ আমার মাতৃভূমি
এত সুন্দর নদী এত সুন্দর দেশ এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য
সব কিছুকে চুরমার করছে সাম্প্রদায়িক কিছু লোক
নিপাত যাক, ধ্বংস হোক দেশের সংহতি বিনষ্টকারী অপশক্তি।