বেড়ি
রাজিয়া মল্লিক
দু পায়ে আমার শিকল
কি করে হাঁটি বল।
তোদের ঘরে বেঁধেছিস
মোরে
কেন আঁখি ছলছল ?
ভাঙলো না কেউ এ বাঁধন
আমার
আমি তৃষ্ণার্ত চাতক।
আঙিনা জুড়ে কাটা
বিছিয়ে
কেন দেহ ও মন ঘাতক
?
সহ্য করি তবু যাতন
সংসার
সবকিছু ছেড়েও যুদ্ধে
হার।
পরাজয়ের গ্লানি
ছুটতে থাকে
কেন অচেনা বলাৎকার
?
আতঙ্কিত পথঘাট চৌকাঠে
বিষ
বল কিভাবে নেব নিস!
তোরা বদনামে ডোবালি
কেন করিস পিছে ফিসফিস
?
রণমূর্তি ধরে কি
করে
বল জাগবো ভরে।
ক্ষিপ্ততা দহনে হলো
ছাই
কেন রাখিস বাহুডোরে
?
মনেতে জমেছে মেঘ
বৃষ্টি আর হলো না।
বজ্রাঘাতে পুড়ল
সব
কেন মুক্তি দিলিনা
?
দিয়েছি যেই ডাক
সমাজ হলো অবাক।
বেড়ি ভেঙে তুলেছি
পা
কেনো সব হতবাক ?
Tags:
সাহিত্য-কবিতা