বিদ্রোহীর আবির্ভাব-মোঃ শাহেদুজ্জামান

 


বিদ্রোহীর আবির্ভাব

মোঃ শাহেদুজ্জামান

 

ঊষার আলোয় আসলো পাখি

গণমানুষের -ধ্যানের কবি!

বিদ্রোহীর ঝান্ডা উড়িয়ে

ভূলোক দ্যুলোক গোলক কাঁপিয়ে

উদিল বাংলার-রবি।

তব জন্মক্ষণে উঠেছিল

ঝঞ্ঝা তুফান ঘোর

উড়ে গেছিল ঘরের চাল

জৈষ্ঠ্যের ঝড়ে লন্ডভন্ড চারপাশ

আল্লাহু আকবার ধ্বনিতে

রোদন গেছিল থামি !

পরাধীনতার পাপে আঁধার যে তখন

জমেছিল থরে থরে।

ভারতবাসীগণ আকুল বাকুল ছিল

তপস্যাতে যার।

ফকিরের আটচালা ঘরে জন্ম নিলো

বিদ্রোহী জনতার ।

 

নহে মুসলমানের , নহে হিন্দুর ,–

ভারতের সে একদিন,

প্রথম পূর্ণ স্বাধীনতার দাবি তুলিল

সাহস সীমাহীন।

গুঞ্জরি ওঠে সমগ্র ভারতে –

‘আসিল নজরুল !’

বিপ্লবী নাম শুনিল রে

ভূভারত সেদিন – নজরুল! - নজরুল !

 

আঁধার রাতে উঠিল ভেসে

পূর্ণিমার ঐ চাঁদ!

যার আলোয় আলোকিত হলো

বাংলার সাহিত্যাকাশ।

পরাধীন ভারতে আঁধার ঘনিয়ে

হইল রে সূর্যোদয়

বুঝিল সকলে ভারতজুড়ে

এই সে বিশ্বের বিস্ময় !

ভারতের দুঃখ সর্বাঙ্গে ধরিয়া

নাম লইলো দুখু মিয়া,

আঁধার নিশিথে দেখাইল পথ

সে যে ভারতের সম্পদ।

নূতনের ঐ কেতন উড়িল –

নজরুল ! নজরুল !

Post a Comment

Previous Post Next Post