ওদেরকে বাঁচাও
পূজা নস্কর
বাগানটা আজ বেরঙিন
হয়ে উঠেছে,
কীটেদের লালোসা ক্রমশ
বাড়ছে।
ওদের ক্ষুধা থেকে
রক্ষা পাচ্ছেনা
কুঁড়ি থেকে বের হওয়া
সদ্য ফোঁটা ফুলগুলি,
দুমড়ে মুচড়ে শব দেহে
রূপ দিচ্ছে।
"প্রতিবাদ
-প্রতীকার কেউ করে না"
নিন্দা ছুড়ে দেয়
শব দেহের উপর,
চলে একের পর এক নাটকীয়তা,
বছরের পর বছর চলে
যায়
"কেউ আর মনে রাখে না"।
কীটেরা সমাজে ঘুরে
বেড়ায় মুক্ত বিহঙ্গের মত।
মালি বেঁচে থাকে
মৃত ফুলের স্মৃতি জড়িয়ে,
"কেউ খবর নেয়
না"।
কোনো ফুল কি পরিস্ফুটিত
হতে পরবে না সমাজে?
সব কি ফোটার আগে
ঝড়ে যাবে?
"ওদের কে বাঁচাও,বিষাক্ত
কীটেদের গ্রাস থেকে রক্ষা করো"!
একদিন ওদের স্বচ্ছতা
ব্যাপ্ত হবে সমাজে,
সৌরভে মহিতো হবে বাগান প্রাঙ্গণ।
Tags:
কবিতা