-
আজিজুল হাকিম
খেলা হবে, খেলা হবে,
এবার খেলা হবে;
যদি খেলা না হয় তবে
রক্ত ঝরবে কবে ??
ভোটের মাঠে খেলা
হবে রক্ত-মাতাল খেলা
বিরোধী শালারা বুঝবে
এবার ভোটের কেমন ঠেলা ।
ভোট কমিশন রেফারী
আর আমি হব ক্যাপ্টেন
খেলোয়াড়দের রক্ত
ঝরুক এই তো আমার গেম ।।
কোন নারী বিধবা হবে
কোন বা ছেলে অনাথ
বোম-পিস্তল ফাটবে
যখন ফট ফটা ফট ফটাক ।
জনসাধারণ মরলে মরুক
তাতে ভাবনা নাই
এসব দেখলে চলবে না
তো কুর্শি আমার চাই ।।
রাজনীতি আর ধর্ম
খেলায় রক্ত আসল খাঁটি
কার বা পুড়বে কপাল
আর কার বা পুড়বে বাটী ।
রক্ত ঝরা পিছল পথে
ছুটবে বিজয় রথ
যে যা বলুক এটাই
আজ গণতন্ত্রের পথ ।।
রচনাঃ ২০/০২/২০২১
Tags:
আমার জগত - কবিতা