এই বেশ ভাল আছি

 


এই বেশ ভাল আছি

ডঃ আমিনা খাতুন


 গুপ চুপ গুপ চুপ গুপ চুপ

  ওই যে ওরা দিচ্ছে ডুব।

  জানে মানুষের ভাঙ্গবে না ঘুম

  ভর দুপুর, জ্বলন্ত নিশ্চুপ।

 

 ছাত্র পেটায় ডান্ডা হাতে

 যোনির রক্তে কাপড় ভাসে,

 সিলিং ফ্যানে যৌবন ঝোলে

 ভক্তের কন্ঠে বাবার গুণ।

 

মিছিল স্লোগান মিথ্যে সব

প্রতিবাদ করো? সাম্প্রদায়িক

ঘুঁটে পুড়িয়ে গোবর হাসে

যতই ফুরাক পান্তা নুন।

 

গ্যাস অম্বল বড়ই দামী

দেশে কত বড় বড় বিজ্ঞানী

ম্যানহোল হাইড্রেন খুঁজে ফেরে হন্যে

এগানো নয় এবার নিচে নামুন

 

নতুন নতুন খোঁজ লাগাতার হোক

চাকরী চাও যত সব দেশদ্রোহী লোক

হাল ছেড়েছে কৃষকরা, রাস্তায় পাকায় জট

ক্ষুধার্ত পেটে জ্বলে আগুন।

 

সত্য বন্দী কারাগারে

লক্ষ খনা গুমরে মরে

ভন্ড সাধুর জয়জয়কার।

টুম্পা সোনার খেয়াল ধরুন।

 

ভাবছেন বসে, আঙ্গুল চুষে

জব্দ হোক সতীন, স্বামী মরে মরুক;

স্থায়ী ঠিকানা ডিটেনশন ক্যাম্প

খাওয়া দাওয়া ফ্রি, ফালতু কথা ছাড়ুন

 

কংস আজ রাম হয়েছে

রামের জায়গা ফুতপাত।

পশুরা মানুষদের মনুষ্যত্ব শেখায়

জাত নয় এবার পাত নিয়ে ভাবুন।

 

আমরা সবাই বানররাজ

হিরক রাজার নগ্ন সাজ।

চোখে রঙ্গিন চশমা আঁটা

মন ‘আচ্ছে দিনের’ কথায় মগন

 

গ্রীষ্মের দিনে কোকিলের ডাক

বলছে হেঁকে এটাই ফাগুন।

বিবেক বুদ্ধি  সবই পতাঞ্জলি

‘গো দেশ গো’ মন্ত্র জপুন।

 

ভুলেছে সবে থেকেছে কবে

একই রাজার রাজত্ব ভার

আজ সে রাজা কাল সে ইতি হাস

সময়ই শোনাবে সময়ের গুণ। 

Post a Comment

Previous Post Next Post