দ্বন্দ্ব
মনিরা মাসিদ
তোমার সাথে চলার স্বাধীনতা অর্জন করতে--
কত আপনজন ত্যাগ
করলাম।
এই একটা স্বপ্ন পূরণ করতে --
কত প্রাপ্য থেকে
বঞ্চিত হলাম।
একটা বিশেষ ইচ্ছে পূরণ করতে---
কত শত ইচ্ছেকে গলা
টিপে মারলাম ।
এতো সব লড়াই,ত্যাগ, আপনজন ছেড়ে
আসার বেদনা। আমার স্বনির্ভরতার ভিতটা
আমি নিজের পায়েই ভেঙে ছিলাম।
শুধু তোমার সঙ্গে থাকবো বলে।
শুধু তোমায় ভালোবাসি বলে।
কিন্তু ---
তুমি তো ছিলে তোমার জায়গায় স্বমহিমায়।
তাই তুমি কি বুঝবে স্বপ্ন ভাঙ্গার ব্যাথা ,
তুমি কি বুঝবে রক্তের
আর হৃদয়ের
সম্পর্কের মধ্যে
যে কোনো একটাকে
বেছে নেওয়ার দন্দ,
টানাপোড়েন,
নিজের সঙ্গে নিজের এক কঠিন বোঝাপড়া ।
তবুও আমি একটা একটা করে আপন করেছি
তোমার ব্যাথা আমার ব্যাথা,
তোমার স্বপ্ন আমার
স্বপ্ন,
তোমার ইচ্ছে গুলো
হয়ে গেল আমার ইচ্ছে।
তুমি না বললে আমি বলি ঠিক আছে তাই হবে।
এই ভাবে আমি তোমার ছাঁচে নিজেকে ঢালতে
ঢালতে একদিন আমি এমন হয়ে গেলাম যে-
তুমি যদি বলো - জানো, সূর্যটা আজ পশ্চিম দিকে উঠেছে,
সত্যিই তো!!
কিন্তু কেন???? ভালোবাসি বলে??
নাকি অন্য কিছু??? ভয় ?
কিসের ? হরানোর ?? না হারিয়ে যাওয়ার ???