ছাত্র সৈনিক

ছাত্র সৈনিক 

মোঃ আব্দুল হালিম সোহাগ 

 


জাগ্রত হও ছাত্র সৈনিক 

আগামীকালের সংকল্প,

ধরণীর বল,

থাকতে হবে সর্বদা

জ্ঞানের প্রতি অবিচল ।

উর্ধ্ব থেকে নিম্ন তল

বীর বিক্রমে চল,

খাঁটি মানিক গড়বো এবার 

তুচ্ছ করে হুতাশন পানি,

অন‍্যায়ের পথে চলবে সংগ্রাম 

চলবে মোদের কলমখানি ।

জয়ের নেশায় শিখবো মোরা

কজ্জে দেব পরিচয়,

নয়া সূচনা হবে কলম দিয়ে 

ম্লান ক্ষয়।

চলতে হবে জীবন রাহা

সাধুতার আলোতে,

শিক্ষা লাভ করতে হবে 

কলমের অসীম শক্তিতে ।

বিপ্লবী মোরা চির ছাত্র সৈনিক 

চির দুর্জয় চির নিঃশঙ্ক,

চির তুঙ্গ শির

মোরা আগামীর কলম রণবীর ।

Post a Comment

Previous Post Next Post