অশ্রুপাত

 অশ্রুপাত

 আসাদ পাটোয়ারী

 


ভারবাহী গাধার চোখের জল তার

অধিক বাহনের তরে নয়, কষ্টে –

সামান্য ঘাটতি! তবেই ত পেলো মার।

এতোটা খাটুনির পরেও বলো- গাধা!

চোখের কোণ বেয়ে নেমে আসা অশ্রুপাত

 ভেবো না শুকিয়ে নিঃশেষ,

খুঁজে নিয়েছে জলরাশির সাগর মোহনা।

আজন্ম বয়ে চলা ভারে কুঁজো

মেরুদণ্ডে-

অন্নে তোমাদের নিদারুণ ত্রাস,

তবুও কেড়ে নাও, যৎসামান্য সম্মুখ রুজো।

ও বুঝে গেছে -জন্মই তার আজন্ম পাপ-

তাই নেই রাখঢাক - বয়ে চলে,

তুমি যতো দিয়েছো ভার,

সে আশে, যদি মুছে -ললাটের অভিশাপ।

Post a Comment

Previous Post Next Post